এই দেশটা নাকি অচিরেই মুসলিম প্রধান হয়ে যাবে, এমন একটা ধারনা প্রবল হচ্ছে বহু শিক্ষিত বাঙালি হিন্দুর মধ্যে। এমন অনেক ভ্রান্ত দায় মুসলমান সম্প্রদায়ের ঘাড়ে প্রতিদিন চেপে যায়। এই বইয়ে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়ের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অবজ্ঞা কাছ থেকে গভীর ভাবে দেখেছেন এবং দেখাতে চেয়েছেন লেখক। প্রায় দুদশক ধরে লেখা ছোটবড় চব্বিশটি নিবন্ধে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় কে জানার এবং বোঝার চেষ্টা যেমন রয়েছ তেমনই বাংলার বহুকালের দুই প্রতিবেশী সম্প্রদায়ের সম্প্রীতির পরিপন্থী সমস্যা গুলোকেও চিহ্নিত করার প্রয়াস রয়েছে।