বাংলাদেশের ছড়ায় শামীম খান যুবরাজ এখন একটা পরিচিত নাম। ছড়াতে প্রবল হইলেও কেবল ছড়া নয় বরং লেখালেখির অন্য শাখাতেও শামীম সমান সক্রিয়। খাস কইরা গল্প-কবিতা রচনায়ও সাবলীল শামীম খান যুবরাজ। এর মধ্যেই ছড়া ও গল্পের ১২টা বই প্রকাশিত হইছে তার। এই ধারায় গেলো বছর বইমেলায় শামীম এর ছড়ার সিরিজ ‘যুবরাজের ছড়া-১’ প্রকাশ হয়। আমি বইটা খুব আগ্রহ নিয়া পড়ি। বলতে দ্বিধা নাই শামীম এর অন্য বইগুলার মতো এই বইয়ের ছড়াও আমাকে মুগ্ধ করে। আমার ধারণা পাঠকও একইভাবে মুগ্ধ হইছেন। আর সেই মুগ্ধতার পথেই এইবার বইমেলায় আসতেছে ‘যুবরাজের ছড়া-২’।
শামীম নানা ঘরনার ছড়া লিখলেও এই সিরিজে মূলত তার সমকালীন ছড়াই ঠাঁই পাইছে। এইসব ছড়া ছন্দ-মাত্রা, বচন-বক্তব্যে দেশের সমসাময়িক ঘটনার ধারাভাষ্য। শামীম এর ছড়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি নিপীড়িতের পক্ষে মুখর।
আমি চাই ‘যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না...’ ততদিন পর্যন্ত তার কলম, তার ছড়া মানুষের পক্ষে এইভাবেই মুখর থাকুক। আমি প্রিয় ছড়াকার শামীম খান যুবরাজ ও তার ছড়ার বই ‘যুবরাজের ছড়া-২’ এর সামগ্রিক সাফল্য কামনা করি।
জগলুল হায়দার
মিরপুর, ঢাকা।