বাংলার প্রকৃতি ও নিসর্গের মধ্যে বাঁচতে বাঁচতে, নিশ্বাস নিতে নিতে কখনও কখনও কারো কারো মনে বেজে ওঠে আনন্দগান। এই আনন্দগানই গড়ে তুলে কারো কারো কবিমন। কবি মোহাম্মদ শাহজাহানের কবিতায় পাওয়া যায় তেমনই এক কবিসত্তার পরিচয়। বাংলার আধুনিক কবিতা পাঠের অভিজ্ঞতায় নিজের মনকে গড়েছেন তিনি। তাঁর এই অভিজ্ঞ নতুন মন সবুজ পাতার মতো দুলে উঠেছে কবিতায় কবিতায়। তাঁর কবিতাগুলো পড়তে পড়তে পাঠকেরও মনে হবে— আমিও তো লিখতে পারি আমার মনের কাব্যিক অনুরণনগুলো। অন্যের মনে এই যে সমভাব ছড়িয়ে দেওয়ার ক্ষমতা, এটাই কবি মোহাম্মদ শাহজাহানের কবিতার প্রাণশক্তি।