কবিতা লেখা শেখার পর থেকেই ভাবছি কাব্যপ্রেমীদের কিছু কবিতা উপহার দেবো। সমূহ ব্যস্ততার কারণে তা আর হয়ে উঠছে না। সাম্প্রতিক করোনার সময়ে যখন সব ব্যস্ততা থেকে বিরত থাকতে বাধ্য হই, তখন পুরোনো সেই ইচ্ছাটা আবার জেগে উঠলো। স্বপ্নটা আবার নাড়া দিলো। মনকে সতেজ করে তুললো। খুব করে ইচ্ছে করে কাব্যপ্রেমীদের জন্যে কিছু কাব্য সৃজন করি। সেদিন থেকেই সমসাময়িক কাব্যগুলো পর্যায়ক্রমে লিখতে থাকি। বহু চেষ্টা সাধনার পর আমার ইচ্ছেটা বাস্তবতার মুখ দেখেছে। সেজন্যে আমি খুবই আনন্দিত এবং শোকর আলহামদুলিল্লাহ! আপনাদের হাতের এই বইটিই আমার সেই চেষ্টার ফসল। এখানের প্রতিটি কাব্যই খুব যত্নসহ সময়ের সাথে মিল রেখে পাঠকের রুচিসম্মত লিখার চেষ্টা করেছি। আশা করি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে এবং পাঠকের রুচিসম্মত হবে বলে আশাবাদী! বইটি সম্পর্কে একটি কথা না বললেই নয়—মানুষ ভুলের উর্ধ্বে নয়। মানুষ মানে ভুল; একটি কথা আছে। আরবিতে "ইনসান" শব্দের অর্থ মানুষ। এ শব্দটি "নিসয়ান" শব্দ থেকে নির্গত। আর "নিসয়ান" শব্দের অর্থ হলো 'ভুল করা'। একমাত্র কুরআন ব্যতীত অন্য কোনো বইয়ের কবি...