6 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 800
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
Related Products
Product Specification & Summary
শিবরাম চক্রবর্ত্তী : বাছাই গল্প (কিছু অংশ)
প্রাণকেষ্টর দুই কাণ্ড
প্রাণকেষ্টর সব কাণ্ড লিখতে গেলে একটা মহাভারত হয়। তার কীর্তি-কথা একমুখে বলবার নয়। তাহলেও সবার সম্মুকে বলবার মতো। সেই বিচিত্র কাহিনীর প্রথম কাণ্ডটি এখানে শুরু করা হচ্ছে।
প্রাণকেষ্টর ধারণা তার শিক্ষার বয়স এখনো পেরোয়নি। সত্যি বলতে, কারোই সে বয়স পার হয় না! কখনই না, কি আশ্চর্য, কারো সে ধারণা নেই। সেই ধারণাটাই প্রাণকেষ্টর হয়েছে, সর্বসাধারণ তার থেকে এইখানেই তার ব্যতিক্রম।
শিখবে তো, কিন্তু কী শিখবে? শেখবার মতো কী আছে? আছে অনেক কিছু যা তার শক্তির বাইরে—শেখবার শক্তি এবং ধারণা-শক্তির বাইরেই তার,—আবার অনেক কিছু আছে যা তার এক-আধটু আধা খ্যাঁচড়া শিখে রাখা
যেমন এই মোটর-চালানো শিক্ষাটাই ধরা যাক না! একবার একজনের গাড়ী বাগে পেয়ে এই শিক্ষাটা বাগিয়ে আনবার সে চেষ্টা করেছিল কিন্তু দখল হবার আগেই গাড়ীটা বে-দখল হয়ে গেল। যার গাড়ী, প্রাণকেষ্টর কৃপায় সে অধিকতর শিক্ষালাভ করে লোহার দরে গাড়ীটা বেচে দিয়ে সেই মূলধন নিয়ে লোহার কারবারে জমে গেছে। তার কেমন ধারণা হয়েছিল, প্রাণকেষ্ট যেভাবে লেগেছে তাতে ও-গাড়ী থাকবার নয়—এমন কি, অচিরেই গাড়ী আর প্রাণকেষ্ট দুজনেই যাবে এক সঙ্গে সহমরণে। অতএব বেচে দিয়ে গাড়ীর দুইকূল বাঁচানো গেল—গাড়ী ও প্রাণকেষ্ট।