সন্তানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা জীবনকে জীবন মনে না করে নেমে পড়ে কঠোর যুদ্ধে তাঁরা হলো মা ও বাবা। জীবনের সকল সুখ,ইচ্ছা,স্বপ্ন ত্যাগ করে শুধু সন্তানের স্বপ্ন পুরণের জন্য সেই মানুষগুলো জীবন যুদ্ধে অগ্রসর হয়।সন্তানকে একজন সুন্দর চরিত্রবান করার জন্য যতটুকু সামর্থ্য আছে তাঁরা চেষ্টা করে আজীবন। পৃথিবীতে তাদের অবদান বিশাল। নিজেরা অনাহারী থেকে যে মা ও বাবা সন্তানকে নিজের হাতে খাইয়ে দেয় তাদের চেয়ে আর এমন দরদী ও মায়ার মানুষ আর কে হতে পারে। জীবনের সবটুকু দিয়ে হলেও সন্তানকে হাসি-খুশি রাখতে চান মা বাবা। কাজেই সন্তানদের উচিত মাতাপিতার আনুগত্য ও বশ্যতা স্বীকারসহ তাদের প্রতি যাবতীয় কর্তব্য পালনে বর্তী হওয়া।
মা যে আমার সবার সেরা
আমার চোখের মণি,
মা যে আমার সোনার হরিণ
মুক্তা মণির খনি।
পৃথিবীতে শ্রেষ্ঠ তিনি
বাবা তাহার নাম,
ধরণীর মাঝে সকল কিছু
হবে না তার দাম।