Category:বয়স যখন ৪-৮: গল্প
স্নেহার বয়স ৭ বছর। বয়স ৭ হলে হবে কী, তার কথাবার্তা ৭০ বছরের বুড়ির মতো। তার বড় ভাই শান্তনু। শান্তনুর বয়স ৯ বছর। তাদেরকে তাদের দাদী গল্প শোনাচ্ছেন। আজ দাদী শোনাচ্ছেন ঘোড়ার ডিমের গল্প।
এক ছিল বোকা লোক। তাকে একটা চালাক লোক বলল, আমার বোঝাটা একটু বয়ে দাও না! বোকা লোক বলল, দিতে পারি। কিন্তু তুমি আমাকে কী দেবে? চালাক লোক বলল, ঘোড়ার ডিম। বোকা লোক কাজটা করে দিল। বলল, এবার দাও আমার ঘোড়ার ডিম।
চালাক লোক পড়ল মহামুশকিলে। কারণ, ঘোড়ার ডিম বলে তো আসলে কিছু নেই। তাই চালাক লোক বলল, আরে ঘোড়ার ডিম বলতে কিছু আছে নাকি। বোকা লোক বলল, না, তুমি আমাকে বলেছ, আমাকে ঘোড়ার ডিম দেবে। এখন দাও।
চালাক লোক যতই বলে, ঘোড়ার ডিম বলে কিছু নেই। বোকা লোক ততই ঘ্যান ঘ্যান করতে থাকে, না, ঘোড়ার ডিম দিতেই হবে।
শেষে চালাক লোক করল কী, হাটে গিয়ে একটা চাল কুমড়া কিনে সেটাই দিল বোকা লোকের হাতে। বোকা লোক তো চাল কুমড়াকে ঘোড়ার ডিম ভেবে খুশিতে আটকানা।
Report incorrect information