Category:পশ্চিমবঙ্গের বই
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
বাঙালি পদবি কথাটির বৃত্ত এতটাই বড়ো যে দু'মলাটের মধ্যে তার সবটুকুকে ধরার চেষ্টা এককথায় অসম্ভব। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ইত্যাদি নানা জাতির সুসহ সহাবস্থান এই বঙ্গদেশে। তাঁরা সবাই বাঙালি। কারণ তাঁদের প্রত্যেকেরই কথ্যভাষা হল বাংলা। সেই অর্থে বাঙালি পদবির পরিধি অত্যন্ত বৃহৎ। স্থানাভাব ও আলোচনার সংহতিকে মাথায় রেখেই প্রথমে হিন্দু বাঙালি পদবির উৎস ও ক্রমবিকাশকে তুলে আনা সম্ভব হয়েছে এ গ্রন্থে। অন্যান্য জাতির পদবি ও তার উৎস নির্ণয়ের তথ্যানুসন্ধান জারি থাকছে। ভবিষ্যতে সেগুলিকেও ক্রমান্বয়ে প্রকাশ করবার ইচ্ছে থাকলো
Report incorrect information