বাংলা কবিতায় নতুন একটি ধারা সূচিত হয়েছিল পঞ্চাশের দশকে। এইধারা আরও বেশি প্রাণবন্ত হয়েছিল পঞ্চাশের কবিতায় সমকালীনতা, জীবনের আখ্যানের চলাচল, অন্তর্নিহিত স্পন্দন, ব্যাপক বোহেমিয়ানিজম, এবং যথার্থ নাগরিকতা ইত্যাদির মিশেল নিয়ে বাংলা কবিতায় প্রাণময় এবং সৌন্দর্যপৄষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায় শক্তি কবিতাকে নিয়ে অনুভূতিময় এবং ইন্দ্রিয়বেদ্য আবহ এনেছিলেন বাংলা কবিতায়। প্রেসিডেন্সী কলেজ এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করলেও, ছিল অসমাপ্ত। বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় ১৯৫৬তে ‘যম’ কবিতাটি প্রথম ছাপা হয়। আদর করে কবিতাকে পদ্য বলতেই পছন্দ করতেন। একটা সময় সত্তরের দশকে ‘সাপ্তাহিক বাংলা কবিতা’ নামের সাহিত্যপত্র সম্পাদনা করেছেন। আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতা ছাড়াও কিছুদিন হিন্দমোটরস কারখানার কাজ করেছেন। সাংবাদিকতার জীবিকা থেকে অবসরের পরে শক্তি চট্টোপাধ্যায় সৃষ্টিশীল সাহিত্য নিয়ে আমন্ত্রিত অধ্যাপক হিসেবে বিশ্বভারতীতে ছিলেন। ” প্রসঙ্গ শক্তি চট্টোপাধ্যায় ” সংকলনে একত্রিত হওয়া অনেক লেখাই প্রমাণ করবে শক্তি থাকবেন চিরকাল থাকবেন মানুষের, পশুপাখির এবং প্রকৃতির ভালোবাসায়। একজন প্রকৃত কবির অধিষ্ঠান এই লেখাগুলির মধ্যেই প্রকাশিত হয়েছে। মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সামাজিক সম্পর্ক যেন এক অবারিত আকাঙ্ক্ষার আবিষ্কারের মতো। সংকলনে প্রকাশিত লেখাগুলি শক্তির প্রয়াণের পর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। সে সব লেখা থেকে নির্বাচন করেই এই সংকলন প্রকাশিত হল। ‘বিভাব’, কারুভাষ শ্লোক’, পি.ই.এন প্রকাশিত পুস্তিকা, সাংস্কৃতিক খবর, মাসিক কবি পত্র, সংবাদ প্রবাহ প্রভৃতি পত্রিকার সাহায্য নেওয়া হয়েছে। কবির জীবন চলাচল, তাঁর বর্ণময় জীবনআখ্যান এবং স্বভা সমগ্রতা ছুঁয়ে দেখারই চেষ্টা করা হয়েছে।
গৌরশংকর বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট বাঙালি কবি, সাহিত্যিক ও গবেষক, যিনি কলকাতার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে সুপরিচিত। তিনি বাংলা কবিতার আধুনিক ধারা ও সমকালীন সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ 'প্রসঙ্গ শক্তি চট্টোপাধ্যায়' বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংকলন। গৌরশংকর বন্দ্যোপাধ্যায়ের কবিতায় আধুনিক জীবনবোধ, নাগরিক অভিজ্ঞতা এবং প্রেম-নির্ভর অনুভূতির প্রকাশ লক্ষণীয়। তিনি বাংলা সাহিত্যের পাশাপাশি গবেষণামূলক লেখালেখিতেও সক্রিয় ছিলেন। তাঁর সম্পাদিত 'চান্দ্রমাস' সংকলন এবং 'একফালি ঘাস' কবিতার বই উল্লেখযোগ্য। তাঁর সাহিত্যকর্ম বাংলা কবিতার আধুনিক ধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তিনি বাংলা সাহিত্যের জগতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত।