মাত্র সাত বছর বয়সে ওয়াই ডব্লিউ সিএ স্কুলের শিক্ষার্থী থাকা অবস্থায় তার লেখা শিশুতোষ গল্প পত্রিকায় প্রকাশিত হয়। ইতোমধ্যে তার লেখা শিশুতোষ গল্প প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘ধানশালিকের দেশ’ ও শিশু একাডেমি থেকে প্রকাশিত ‘শিশু’ পত্রিকায়। বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তার পছন্দ ছবি আঁকা ও খেলাধুলা। পরিবারের সাংস্কৃতিক পরিমণ্ডল ও লেখার আবহ তাকে লেখালেখিতে অনুপ্রেরণা যুগিয়েছে। মা কানিজ পারিজাত একজন কবি, গল্পকার ও উপস্থাপক। বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা কানিজ কাজ করছেন বাংলাদেশ বেতারে। রাইদাহ গালিবার বাবা মিজানুর রহমান একজন ব্যাংকার। ছোটভাই আবরার মাহির পড়ে ওয়াই ডব্লিউ সিএ স্কুলে। বড় হয়ে রাইদাহ বাংলাদেশ নারী ক্রিকেট দলে খেলতে চায়।