লাল শাড়ি পরে আজ উল্টাপাল্টা সাজ দিয়েছে ভ‚তের বউ। তখনও এই বাংলাদেশটি ¯^াধীন হয়নি। বিহারিদের দাপটে কাঁঠালবাগান কাঁপছে। ভ‚তের বউ দিনের বেলা লাল শাড়ি পরে, ঘুরে ফিরে সারাবাড়ি। দেখতে বেশ সুন্দর। নাক লম্বা। মাথার চুলগুলোও বেশ লম্বা। সেই বউ নাকি রাতের বেলা সাদা শাড়ি পরে ঘুরে ফিরে কাঁঠালবাগে। সেই কাঁঠালবাগান শহর থেকে অনেক দূরে। পাশেই একটি দোতলাবাড়ি। বাড়ির চারপাশে কাঁঠালবাগান। সারি সারি গাছ। গাছে গাছে কাঁঠাল ঝুলছে। বড়ো বড়ো কাঁঠাল। এই এলাকায় কাঁঠালবাগান ছাড়া কারও বাড়ির চার সীমানায় কোনো কাঁঠাল গাছ নাই। কাঁঠালবাগে কাঁঠালগাছ নাই, তবে কি উদাম হয়ে পড়ে আছে কাঁঠালবাগান?