Category:ঢাকার ইতিহাস
বাংলার প্রাচীন রাজধানী হিসেবে গৌড়, পান্ডুয়া সোনারগাঁও-এর পরে ঢাকার অবস্থান। মুর্শিদাবাদ, কলিকাতা ও ঢাকার মধ্যে বাংলার রাজধানী হিসেবে ঢাকা প্রাচীনতম। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক ও প্রতিরক্ষার দিক থেকে ঢাকার গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে মোগল বাদশাহ জাহাঙ্গীরের আমলে শেষ আলাউদ্দিন চিশতী ওরফে সুবেদার ইসলাম খান বাংলার সুবার রাজধানী বিহারের রাজমহল থেকে ১৬০৮ সালে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকার প্রাচীনত্ব, ঢাকাইয়া, ঢাকাইয়া ভাষা ও ঢাকার নামকরণ সম্পর্কে আমার মত হলো-নদীর গতিপথ পরিবর্তন ও ভৃপ্রকতির পরিবর্তনের ইতিহাসই হলো মূল ইতিহাস। কেননা পানি, মাটি সূর্যের আলোই মানুষ ও তার সভ্যতার ইতিহাসকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। ঢাকার মাটির লাল রং, স্তর ও গঠনপ্রকৃতি অনুযায়ী ঢাকার বসতভূমি কমপক্ষে ৫০০ বছরের প্রাচীন।
Report incorrect information