কিশোর বয়স থেকেই লেখালেখির হাতে খড়ি। কবিতা দিয়ে শুরু। মাঝে ছোটকাগজে এবং পত্রিকায় প্রবন্ধ লিখেছে লেখালেখির শুরুতে প্রথম কবিতা প্রকাশিত হয় ‘চাঁদের হাট’ পত্রিকায় (১৯৮২), জয়পুরহাট। পরবর্তীতে বাংলা একাডেমি পত্রিকাসহ অন্যান্য পত্র- পত্রিকায় লিখেছে ২০১২ সালের শিশুতোষ গ্রন্থ “গল্পে গল্পে নদী” প্রকাশিত হয়েছে। “নদী নীলনয়না” তাঁর প্রথম কাব্যগ্রন্থ । এই কাব্যগ্রন্থের কবিতাসমূহ নদী, নারী, প্রকৃতি, পুরাণ, ব্রাত্যজনের জীবন-জীবিকা ও মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ ।