বইয়ের মানুষেরাও বই পড়তে পড়তে একদিন লেখক হয়ে ওঠেন। তাদের জীবনেও রয়েছে নানা রকম রোমাঞ্চকর ঘটনা। প্রথম বই প্রকাশ নিয়ে তাদেরও মধুর স্মৃতি রয়েছে। বই চুরি করে পড়েননি, এমনটাও বিরল। বাংলাদেশের প্রথম সারির কয়েকজন কবি ও লেখকদের সেসব কথাই স্থান পেয়েছে ‘বইয়ের মানুষদের কথা’ গ্রন্থটিতে। ২০০৪ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত লেখক তাহেরা আফরোজ এর সাক্ষাৎকারমূলক লেখাগুলোর সংকলন ‘বইয়ের মানুষদের কথা’। তবে অধিকাংশ লেখা দৈনিক সমকালের সাহিত্য সাময়িকী ‘কালের খেয়া’র ‘বইয়ের মানুষ’ বিভাগে প্রকাশিত লেখা। বাংলা সাহিত্যে প্রতিথযশা কয়েকজন কবি ও লেখকের আনন্দ বেদনার অনুভূতিগুলোর সংকলন- ‘বইয়ের মানুষদের কথা’ নিঃসন্দেহে একটি দুর্লভ সংগ্রহ।