স্বর্ণকুমারী দেবী (১৮৫৫ - ১৯৩২) হইতেছেন কলোনিয়াল বাংলা-ভাষার শুরুর দিকের একজন কবি, নভেলিস্ট এবং মিউজিশিয়ান। ১৩টা নভেল এবং ৭টা নাটক বাদেও অনেক কবিতা ও গান উনি লেখছেন। ১৮৯৫ থিকা ১৯০৬ সাল পর্যন্ত “ভারতী” পত্রিকার এডিটরও ছিলেন উনি।
১৮৭৬ সালে ছাপানো উনার “দীপনির্বাণ” নভেলের কারণে উনারে ফার্স্ট বাঙালি মহিলা-নভেলিস্ট বলা হয়। [এর আগে ১৮৫২ সালে ছাপানো “ফুলমণি ও করুণার বৃত্তান্ত”-এর রাইটার হানা ক্যাথরিন মুলনেস ছিলেন সুইস।]
১৮৭৯ সালে উনার লেখা “বসন্ত উৎসব”রে “ফার্স্ট বাংলা গীতিনাট্য” হিসাবে বলা হয়। যেই ফর্মটাতে উনার ছোটভাই রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১ - ১৯৪৫) পরে আরো কিছু “গীতিনাট্য” লেখেন।
উনার বাপের নাম দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭ - ১৯০৫), জামাই ছিলেন ইন্ডিয়ান কংগ্রেসের শুরুর দিকে নেতা জানকীনাথ ঘোষাল। উনার মেয়ে সরলা দেবী চৌধুরানী (১৮৭২ - ১৯৪৫) ইন্টেলেকচুয়াল-এক্টিভিস্ট হিসাবে পরিচিত।
আজকে থিকা আরো একশ বছরের বেশি সময় আগে, বাংলা ১৩০২ সনের কার্ত্তিক মাসে ছাপানো উনার “কবিতা ও গান” বই থিকা এই বইয়ের কবিতা ও গানগুলা বাছাই করা হইছে।
এডিটর, বাছবিচার।