Category:ইসলামী ইতিহাস
Get eBook Version
TK. 176পুঁজিবাদ এবং কমিউনিজমের দুই পাখার উপর ভর করে বর্তমানের ভোগবাদী বস্তুবাদী পাশ্চাত্য সভ্যতা দুনিয়াকে পরিচালনা করছে। যার সুফল এবং কুফল উভয়ই মানবজাতি ভোগ করছে। বলাবাহুল্য, এই সভ্যতার অধীনে মানবজাতি যতটা উন্নতির শিখরে আরোহণ করছে, তারচেয়ে হাজার গুণ নিচে অধঃপতিত হয়েছে।
এ সভ্যতার অধীনে মানবজাতি আজ আদালত, ইনসাফ এবং মারহামাত থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত। পশু-পাখি থেকে শুরু করে আশরাফুল মাখলুকাত— কেউই আজ এ সভ্যতার ভয়াবহ জুলুম থেকে মুক্ত নয়। এ অবস্থা থেকে মুক্তি পেতে গোটা সৃষ্টিজগৎ আজ মুখিয়ে আছে।
ইসলামই যে আগামী দিনের মানবতার মুক্তির একমাত্র দিশা, বক্ষ্যমাণ গ্রন্থে লেখক সেদিকটিই যৌক্তিকভাবে তুলে ধরেছেন।
Report incorrect information