মায়ের স্বপ্নকে কবিদের বুকে লালন করে তা বাস্তবে রূপ দিতে বইটি প্রকাশিত হয়েছে যাহা অবিস্মরণীয় হয়ে থাকবে। এ বইটি একটু ভিন্ন রকম প্রতিটি পৃষ্ঠায় মাকে চিত্রিত করে তা পাঠককে বিস্মিত করবে বলে বিশ্বাস।কবিগণ মায়ের সাথে শৈশব থেকে শুরু করে তাদের জীবনের তরুণ বয়স এবং মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত শেকড়ের অনবদ্য কথাগুলো দিয়ে সাজিয়েছেন প্রতিটি বিন্যাস। শেষ দুটি পাতায় রয়েছে মায়ের মৃত্যুর অশ্রæসিক্ত ঝাপসা দৃষ্টিতে স্মৃতিময় হৃদয় ছোঁয়া ভাষার কাব্যকথা। যা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে সত্যিই মুগ্ধ করার মতোই।
বইটিতে বিশিষ্ট কবিদের সমন্বয় ঘটেছে। সময় স্বল্পতার কারণে হয়তো ভুল-ত্রæটি থাকতে পারে। তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বইটি গ্রহণ করবেন বলে আশা করছি। আমরা চেষ্টা করেছি সুন্দর ও মার্জিতভাবে বইটি পাঠকের কাছে তুলে ধরতে। বইটি পাঠ করে নির্মম আনন্দ ও লেখকদের লেখায় নতুত্ব খুঁজে পাবেন।
সাহিত্য আমাদের মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। দৃষ্টিহীনতা ব্যতিত একে টপকিয়ে যাওয়া প্রায় অসম্ভব।
প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর ফেসবুক গ্রæপটিকে প্রাণবন্ত রাখি। গ্রæপটি আত্মমানবতার সেবায় নিয়োজিত। তাই পরিবারটিকে সুস্থ-সুন্দর, সুশীল, স্বাচ্ছন্দ্য, মার্জনীয় ও প্রাণচঞ্চল রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করছি।