তরুণ উদীয়মান সংস্কৃতিমনা সৃজনশীল কবি এবং দক্ষ সংগঠক মোঃ বেল্লাল হাওলাদার সাহিত্য সংস্কৃতির সারথি হিসেবে কাজ করছেন অনলাইন এবং অফলাইনে। ইতিমধ্যে তাঁর সম্পাদনা বেশ কয়েকটি যৌথ বই সফলতার সাথে সম্পাদিত হয়েছে এবং ২০২২ একুশে বইমেলা উপলক্ষে আরো কয়েকটি সম্পাদিত বই আসছে।
কবি তাঁর সুখ, দুঃখ, আনন্দ, বিরহ, বেদনা ও ভালোবাসা নিয়ে প্রথম একক কাব্য গ্রন্থ “আবেগ ভরা হৃদয়” নিয়ে পাঠকদের সামনে আসছে ২০২২ গন্থমেলা।
আমি বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি আশাকরি বইটি ব্যপক পাঠক প্রিয়তা পাবে।
কবির জন্য রইল অপুরন্ত শুভেচ্ছা ও শুভ কামনা।