1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 100TK. 86 You Save TK. 14 (14%)
Related Products
Product Specification & Summary
"বুলারবী" বইয়ের ফ্ল্যাপের লেখা:
বুলারবীর প্রধান চরিত্র ৭ বছরের লিসা স্বয়ং আস্ট্রিদেরই শৈশব প্রতিচ্ছবি। কার্ল চরিত্রটির মধ্যে বড় ভাই গুনারের দুষ্টুমি ও সাহসী চিত্রটিই ফুটে উঠেছে। গুনার ছিল খুবই তীক্ষবুদ্ধি সম্পন্ন। খুব সহজেই নতুন নতুন খেলা বের করে তাক লাগিয়ে দিতে পারতাে। মা-পেঁচাটির সাথে দুষ্টুমী করে ওর বাসার মধ্যে যে মুরগীর ডিমটি রেখে দেয়া হয়েছিল, তা আর কেউ নয়, স্বয়ং গুনার বাস্তবে তাই করেছিল। আস্ট্রিদের চার ভাই-বােনের মধ্যে গুনার মারা যায় ১৯৭৪ সালে। গুনারের মৃত্যুশােকে শােকাভিভূত হয়ে উঠেন আস্ট্রিদ লিখেছেন, 'আমার আদরের ভাইটি আজ আর নেই। এ যে কি দুঃসহ ব্যথা, তা প্রকাশ করা যায় না! আমাদের খেলার সাথী, বুলারবীর লাসসে এবং নতুন নতুন খেলা উদ্ভাবনকারী আজ আর নেই।' প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, লিসার দু’ভাই-এর চরিত্র দুটি প্রথম অবস্থায় লাসসে ও বােসসে নামে তুলে ধরা হয়। পরবর্তীতে লাসে ও বিসসে নাম দু’টি পরিবর্তন করে রাখা হয় কার্ল ও বিল। ব্রিত্তার ও আন্নার দাদুর চরিত্রটি আর কেউ নয়, স্বয়ং আস্ট্রিদের দাদু। যিনি ছিলেন খুব স্নেহবৎসল ও গাল্পিক। থাকতেন তাঁর ছােট ঘরে। নিজের দাদুর চরিত্রটি আস্ট্রিদ নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন ব্রিত্তা ও আন্নার দাদুর চরিত্রের মধ্যে। আস্ট্রিদের শৈশব জুড়ে ছিল এমন মজার মজার মানুষ। এমনই মজার মজার চরিত্র। এই জীবন্ত চরিত্রগুলােই বার বার ফিরে এসেছে বুলারবী' গল্পগুলােতে। দাদি ঈদা রূপকথা শােনাতেন, তবে সবচেয়ে বড় কথক ছিলেন বাবা স্যামুয়েল। সহজ-সরল, হাসিখুশী মানুষটি যিনি খুব রসিয়ে বিভিন্ন উপমা সহকারে তার সময়কার বিভিন্ন মানুষ, পূর্ব পুরুষদের কথা, উপকথা-রূপকথা, ভৌতিক গল্প শােনাতেন। সে সময় সবাই খাবার টেবিলের ধারে গরম উনুনের পাশে গােল হয়ে বসে গল্প করতেন। উপকথা রূপকথা আর শৈশব স্মৃতির সংমিশ্রণে বুলারবী গল্পগুলাে এক নতুন বৈচিত্রময় মাত্রা পেয়েছে। তাই হাওয়াই থেকে চীন অবধি প্রায় সমগ্র পৃথিবীর শিশু-কিশােররা জানে বুলারবীর শিশুরা কেমন। আজ অবধি পৃথিবীর প্রায় ৮০টি ভাষায় আস্ট্রিদের বিভিন্ন বই অনূদিত হয়েছে। অনূদিত বইগুলাের মধ্যে রয়েছে ৪৪টি ছবির বই, ৪০টি শিশু-কিশাের গল্পের বই এবং ১৭টি অন্যান্য বই ও ভলিয়ম।