“ডায়েরির ঘেঁড়া পাতা” গ্রন্থটি প্রেম, বিরহ, ভালােবাসা, সমাজ, জীবন, দেশ, মাটি ও মানুষকে নিয়ে লেখা একটি কাব্যগ্রন্থ হলেও একটু আলাদা ধারা বা প্রকৃতির কবিতা এই কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে। যার বৈশিষ্ট্য নাম থেকে অনুধাবন করা যায়। তার এই গ্রন্থে স্থান পাওয়া কবিতাগুলাে নিশ্চিত একটু ভিন্ন মাত্রার, যা কবিতার প্রচলিত ধারাকে নতুন মাত্রা দিয়েছে। প্রেম, প্রীতি, সম্পর্ক ও মানবিক গুণাবলির উভমুখী বৈশিষ্ট্যমন্ডিত উপাদান সম্বলিত লেখাগুলাের সমাবেশ ঘটিয়ে কবি ফারহানা আহমেদ পলি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। যা পড়লে পাঠক ভিন্ন ধারার স্বাদ গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি। আমি এই গ্রন্থে স্থান পাওয়া সবগুলাে লেখা পড়েছি এবং বেশ কিছু কবিতা আমার মনে দাগ কেটেছে। পাঠককুল নিশ্চিত আমার সাথে একমত পােষণ করবেন যখন বইটি সংগ্রহ করে পড়বেন। আমি এই বইটি সর্বোচ্চ পাঠক প্রিয়তা পাক এই কামনা করি।