Category:শিশু-কিশোর গল্প
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
এক ছিলো নৌকো। আর ছিলো এক নদী। নদীর ওপরে নৌকো। নৌকোর নিচে নদী। নদীর পানি তলতল। নৌকো চলে তরতর। চলছে তো চলছে। নৌকো চলছে। নদীও চলছে। তখন নিশুতি রাত। গ্রাম ঘুমিয়ে পড়েছে। গাছ ঘুমিয়ে পড়েছে। গাছের পাখিরাও ঘুমিয়ে পড়েছে। ঘুমের একটা তান আছে। খুব আবছা সুরে বয়ে যায়। মায়েদের ঘুমপাড়ানি গানের মতো। জগৎ এখন ঘুমিয়ে পড়েছে। ঘুমে বিভোর হয়ে আছে। মা তবু গান করেই চলেছেন জগৎ কোলে নিয়ে।
Report incorrect information