বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
মাথাভাঙা নদীর তীর ঘেঁষে ছবির মতো সাজানো গোছানো দৃষ্টিনন্দন নিমতলী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম। সুজলা—সুফলা, শস্য—শ্যামলে ভরা এ গ্রামটি আমার হৃদয়কে প্রশান্তি দিতো। এই গ্রামের ছায়া সুনিবিড় শান্ত পরিবেশ আমার সকল ক্লান্তি দূর করে দিতো। ঝোপঝাড় লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতা আমার মন কেড়ে নিতো। নদী—বিধৌত প্রাকৃতিক সৌন্দর্য ও সুষমামণ্ডিত এ গ্রামটিতে মহানন্দে শৈশব—কৈশোর কাটিয়েছি । তিনদিকে নদী দ্বারা বেষ্টিত এ গ্রামটির হাজারো ইতিহাস ঐতিহ্য রয়েছে। নদীর পাড় ঘিরে তাল, তমাল, হিজল, পারুল, মহুয়া, শিমুল, চটকা, আম—জাম—কাঁঠাল, কাঠবাদাম, নিম—অর্জুন, রঙ্গন, নারিকেল, বাবলা, বাঁশ, শিশু, শাল—সেগুন—মেহগনিসহ অসংখ্য গাছের সবুজ সমারোহ।