বই এর প্রথম ফ্লাপ
এই খণ্ডে আছে বিষ্ণুশর্মা রচিত ‘পঞ্চতন্ত্র’ এর গৌরীকৃত অনুবাদ। বাংলার সঙ্গে সংস্কৃত অংশটুকুও রাখা হয়েছে। একটি আদ্যন্ত বড়দের, নির্মম রাজনৈতিক নিয়মকানুনের বাস্তব প্রয়োগের উদাহরণে পরিপূর্ণ কাহিনীসম্ভার। ক্ষমতার শীর্ষে থাকার জন্য, শত্রুকে সমূলে ধ্বংস করার জন্য, নিজের কাম মেটানোর জন্য কত যে নিষ্ঠুর, প্রবঞ্চক হওয়া যেতে পারে, তারও যে কত কৌশল আছে, তা একেবারে হাতে-কলমে শেখানো। আর সঙ্গে দু-একটি ব্যতিক্রম ছাড়া রীতিমতো নারীবিদ্বেষ! আর এমন ঝরঝরে বাংলায় সেই অনুবাদ, যে মনে হবে এটি সম্পূর্ণ একটি মৌলিক লেখা ! গৌরীর জাদু কলম আর সংস্কৃতভাষায় অনায়াস বিচরণের দক্ষতা পাঠক নিজেই অনুভব করবেন। সঙ্গে থাকছে বেদের কবিতার সঙ্গে রবির ভাবনা আর তার গানকে মিলিয়ে গৌরী বহু বছর আগে লিখেছিলেন ‘বেদ ও রবীন্দ্রনাথ'। গৌরীর রচনার একান্ত অনুরাগী পাঠকেরা অনেক দিন ধরে খোঁজ করছেন এই বইটি। ‘বেদের ঋষি’ বলে আরেকটি অসাধারণ প্রবন্ধও এখানে যুক্ত থাকল।