Category:কলকাতা পুস্তকমেলা ২০২৫
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাহাড়ি এলাকা বাঘমুণ্ডি। আপাতভাবে শান্ত এই অঞ্চলের অতীত কিন্তু রক্তাক্ত। দুহাজার দুই থেকে দশ পর্যন্ত বিস্তৃত সময়জুড়ে, বাঘমুণ্ডির মানুষ এক অভূতপূর্ব বিপ্লবের সাক্ষী ছিলেন। ভারতের মাটিতে যে বিপ্লবী সংগঠনের কার্যকলাপ নিষিদ্ধ এবং বিতর্কিত, সেই মাওবাদী বিপ্লবের কেন্দ্রভূমিতে ছিল বাঘমুণ্ডি। দর্শনা বোসের পরবর্তী পোস্টিংয়ের অব্যবহিত পরেই, যেখানে খুন হয়ে যায় মাওবাদী আন্দোলনের অন্যতম পুরোধা নিশীথ মাহাতো। একইসঙ্গে বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের একটি জেলে ঘটে যায় একটি নৃশংস খুন। এই দুই খুনের সূত্র তল্লাশে নেমে দর্শনা সম্মুখীন হন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক কিছু কেলেঙ্কারির। আসল ঘটনা কী? এই খুন দুটি কি জড়িত? কারা এই খুনের অন্তরালে? তাদের আস্তিনে লুকোনো অস্ত্রের সংহার কি আদৌ সমাপ্ত হয়েছে, নাকি বধ হতে চলেছে আরও একজন? বৃশ্চিক উপন্যাসের শেষবিন্দু ধরে এগিয়ে পাঠক প্রবেশ করুন বৃশ্চিকচক্রে। আরও গভীরতর এবং জটিলতর রহস্যের জগতে আপনাকে স্বাগত।
Report incorrect information