...এতটুকু মেয়ের কচি মুখে ‘নতুন মা’ ডাকটা মিনতির মর্মমূলে গিয়ে বিঁধলো। মনের মধ্যে প্রবাহিত ঝড়ো হাওয়াটা প্রবল ঘূর্ণিতে রূপ নিতে থাকলো ক্রমান্বয়ে।
...পরম হে আর গভীর মমতায় আলতোভাবে সুমিতাকে নিজের বুকের সঙ্গে টেনে নিল মিনু।
...মনের অজান্তেই তার মুখ থেকে প্রশ্ন হয়ে বেরিয়ে এলো
আমাকে মা ডাকতে পারলে তুমি বুঝি খুব খুশি হবে মা’মনি?
খুব, খু-উ-ব খুশি হবো।...
মা হতে পারবো কিনা জানি না। তবে আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকতে পারো।
সত্যি বলছো মা'মনি!... আনন্দে গদগদকণ্ঠ সুমিতার।
এবার খপ করে মিনুর হাতটা দু’হাতে চেপে ধরে বললো...
তুমি কিন্তু আমার মায়ের মতো আকাশের তারা হয়ে পালিয়ে যেতে পারবে না।...
ঠিক আছে বাবা, ঠিক আছে...
হলো তো?
না ঠিক নেই।
কেন, আবার কী হলো?
তোমাকে তিন সত্যি করতে হবে।
.মিনুকে প্রতিশ্রতির যাদুর শৃঙ্খলে বাঁধতে চায় সুমিতা।
মিনু নির্বাক। বিস্ময়ে দু’চোখ মেলে তাকিয়ে থাকে সুমিতার মায়াবী মুখের দিকে। তার মনের আকাশে তখন প্রচÐ ঝড়ের মেঘের আনাগোনা।....