আমি কোন ঔপন্যাসিক নই। তেমন দাবিও করি না। কর্ণফুলীর গাঙচিল উপন্যাসের মূল চরিত্র শামিল। মধ্যবিত্ত পরিবারের সন্তান। দেশের সচেতন ছাত্রসমাজের একজন সদস্য। চারদিকে বিষ্ফোরন্মুখ পরিস্থিতি! ভয়াবহ অস্থিরতা। কোন্ দিকে যাচ্ছে পরিণতি কেউ বুঝতে পারছে না। তরুণ যুবক শামিল আল্ রহমান। স্টাডি শেষে দেশের কল্যাণে নিয়োজিত করতে চায় নিজেকে। পরিবার, সমাজ ও স্বার্থবাদীদের দ্বারা প্রতি পদে বাধা। রাজনীতির বাইরে যারা, তাদের যাপিত জীবন কেমন হয়? এ উপন্যাসের প্রতিটি চরিত্রই কাল্পনিক! যদি কারো সাথে মিলে যায় সেটা কাক বা কোকিলতালীয় মাত্র! বন্দর নগরী চট্টগ্রাম ও তার আশপাশের এলাকা নিয়ে রচিত হৃদয়স্পর্শী আমার প্রথম উপন্যাস। আশাকরি, পাঠকদের ভালোবাসা লাভে সমর্থ হবে। ভালো-মন্দের বিচারিক ভার পাঠকের হাতে ন্যস্ত করছি।