কাহিনি-সংক্ষেপ:
আয়ারল্যান্ডের রাজা আর্থারের সময়কালের প্রেক্ষাপটে রচিত সুপ্রাচীন প্রেমকাহিনির দুটি চরিত্র — ট্রিসটান ও রাজকন্যা আইসোলড। তারা দুজন নিয়তি-নির্ধারিত ভালোবাসার শিকার। রাজকন্যা আইসোলড ও ট্রিসটান ভালোবেসে পরস্পরের অপেক্ষায় জীবন শেষ করেছেন, কিন্তু তাদের মিলন অধরাই থেকে গেছে। এই কালজয়ী প্রেমকাহিনি অবলম্বনে আধুনিককালেও সমগ্র ইউরোপ জুড়েই অসংখ্য প্রেমকাহিনি লিখিত হয়েছে।
সেই ট্রিসটানকে এ গল্পের প্রধান চরিত্র করা হয়েছে। ট্রিসটান দেবতার আশীর্বাদপুষ্ঠ বীর যোদ্ধা। তার ক্ষমতার সমুখে কেউ দাঁড়াতে পারে না। কিন্তু ঘটনাচক্রে অচেনা এক রাজকুমারী ও তার স্বামীর জন্য আনা স্বর্গীয় প্রেমসুধা তারা দুজন পান করে ফেলে। তারপর তারা দুজন এক অপরের জন্য পাগল হয়ে ওঠে।
লেখক এ গল্পে মূলকাহিনির প্রেমসুধা পানের সূত্রটি এবং ট্রিসটান নামটি ছাড়া কিছুই গ্রহণ করেননি। তিনি সকল চরিত্রকে নতুনভাবে দাঁড় করেছেন। ট্রিসটান নামটিকে কেন্দ্র করে এ গল্পটি সম্পূর্ণভাবেই লেখকের নিজের তৈরি।