12 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 600TK. 516 You Save TK. 84 (14%)
Get eBook Version
TK. 270
Related Products
Product Specification & Summary
"বর্তমান সংগ্রহে কবিতা নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত-প্রতিষ্ঠিত নজরুলকেই বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়েছে। সাধারণভাবে, পুনরাবৃত্তির আশঙ্কা না থাকলে, জনপ্রিয় কবিতাগুলো বাদ দেয়া হয়নি। আমরা গুরুত্ব দিতে চেয়েছি বিপ্লবী নজরুলকে। বিদ্রোহী অভিধার প্রবল-প্রতাপের কারণে নজরুলের সাহিত্যিক ও রাজনৈতিক বিপ্লব বেশ খানিকটা আড়ালে পড়ে গেছে বলেই মনে হয়। এই মনে হওয়াটা কবিতার নির্বাচনে খানিকটা ভূমিকা হয়ত রেখেছে। প্রেমের কবিতা বাছাইয়ে প্রাধান্য পেয়েছে অসংযমের বেহিসাবি অভিব্যক্তি, আর প্রকৃতির কবিতায় মুখ্যত আত্ম-আবিষ্কার-প্রবণ কবিতারাশি।
ক্রোধ, বিপ্লব-বিদ্রোহ, বর্তমানময় বাস্তবতা এবং অন্যায্যতার বিরুদ্ধে সংগ্রাম—বাংলা কবিতায় ইতিপূর্বে প্রায় অনুপস্থিত এসব উপাদানকে কাব্যভাষার অধীন করতে পারাই নজরুলের কবিভাষার সর্বোত্তম অর্জন। এর সাথে প্রধানত প্রেম-প্রকৃতির কবিতায় যুক্ত হয়েছে বৈষ্ণব কবিতার আবহ, লোককবিতার উচ্চারণভঙ্গি, নারীসুলভ কথ্যভঙ্গি এবং সাধারণ বাতচিতের বিচিত্র উপাদান। আরো দুটো উপাদান নজরুলকে দারুণভাবে আবিষ্ট করে রেখেছিল বলেই মনে হয়। একটা হল, ধ্বন্যাত্মক শব্দের নিপুণ সংস্থান, আর অন্যটা ছন্দ-মিলের অটুট সমঝোতায় শব্দ-সমাবেশ।
এগুলোই, আমাদের বিবেচনায়, নজরুলের কবিভাষার প্রধান বৈশিষ্ট্য। বর্তমান সংকলনের কবিতা নির্বাচনে এগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দিকে মনোযোগ ছিল। ভাবগত প্রতিনিধিত্বের প্রয়োজনে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে অনুবাদকর্মকে।
"