‘দেশপ্রেমিকের গান’
মূলত কথার বুলেট।
কবিতায় ভনিতা কম,
বুলেটের মতোই যেন
সরাসরি ছোড়া হয়েছে
স্পর্ধার চরণসমূহ।
শ্রমজীবী মেহনতি মানুষের
পক্ষে দাঁড়িয়ে পুঁজিবাদের বিরুদ্ধে
চরম ঘৃণায় ছোড়া হয়েছে
এ গ্রন্থের এক একটি কবিতা।
বলা যায়, এ কবিতা
অন্যায়ের বিরুদ্ধে
বারুদের বিস্ফোরণ।
নষ্ট ব্যবস্থার
অর্থনৈতিক ও সামাজিক
বৈষম্যের বিরুদ্ধে
কবির সাহসী হৃদয়
গেয়ে উঠেছে দেশপ্রেমিকের গান।
এই গান মানুষের, এই গান সাম্যের।
আমি মনে করি, সমাজ বিনির্মাণে
বকুল আহমেদ-এর এই অগ্নিকবিতা
এ সময়েই দরকার।
তার কবিতা সরকারি নয়,
দরকারি কবিতা।
- রিগ্যান এসকান্দার, কবি