ক্যাম্পবেল বায়োলজি বইটিকে জীববিজ্ঞানের বইবেল বলা হয়। এই বইটি ক্যাম্পবেল বায়োলজি-এর কোষ ইউনিট অনুসরণে রচিত। বইটিতে বিভিন্ন বিষয় সহজভাবে উপস্থাপনের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের উপযোগী করে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। এটি থেকে শিক্ষার্থীরা তত্ত্বীয় বিষয় যেমন জানবে, তেমনি তত্ত্বীয় জ্ঞানের ব্যবহারও শিখবে। বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ বই।