তুহিনের বড় সুমন্দি আলাল আসিয়া কহিলেন,তুহিন, লিজা আর তাবাসসুমরে
তুমিতো দেখ নাই, গোসল দিয়া দিলে আর দেখতে পারবা না।
ভাই, আসো জনমের মতোন শেষ দেখা দেইখ্যা লও।
তুহিন চিৎকার দিয়া কাঁদিয়া কহিল, ভাই, আমি আমার লিজা আর
তাবাসসুমরে দেখবো না। তাদের বিকৃত চেহারা আমি আর
দেখতে চাইনা। আমি সারাজীবন ওদের “অবিকৃত” চেহারা
স্মরণ করে বেঁচে থাকতে চাই। ওরা দুজন আমার হৃদয়ে
বেঁচে থাকবে “অবিকৃত” অবস্থায়।