রাফির চিৎকার শুনে তার মা ছুটে আসল। রাফির মাথা বালিশ থেকে নিচে পড়ে আছে। তার সারা শরীর থরথর কাঁপছে। গোঙাচ্ছে। কিছুক্ষণ আগেও তার মা এসে দেখে গিয়েছিলো। রাফি তখন শান্তভাবে ঘুমাচ্ছিলো। মা তার গায়ে হাত রেখে তার শরীরের তাপমাত্রা অনুমান করার চেষ্টা করছে। হাতে তাপমাত্রা স্বাভাবিক লাগছে। রাফির মাথা বালিশের উপর তুলে দিল। রাফি ঘামছে। দিল। রাফি শরীর কাঁপছে। তার মা ডাকলো-
রাফি... রাফি...এই রাফি...
হুম... বলে রাফি চুপ হয়ে গেল। এখন আর গোঙাচ্ছে না। কিন্তু থরথর করে কাঁপছে।