আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
বাঘা যতীন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চিফ কো-অর্ডিনেটর আব্দুল করিম হুট করেই বাংলা বিভাগের চেয়ারপারসন সুদর্শনা ড. ফারজানার সাথে তার ব্যক্তিগত সম্পর্কে একটা দূরত্ব তৈরি করে ফেললো। ইচ্ছে করেই। ড. ফারজানা কিছুই বুঝতে পারলেন না আব্দুল করিমের সাথে তার কী এমন হলো যে তিনি একেবারে নীরবে নিজের মতো দূরে সরে গেলেন। এই পরিবর্তন কেন! এতোটা ঘনিষ্ঠ হওয়ার পর এটা কেমন আচরণ! এতোদিনের এতো কিছু- একটু একটু করে এতো ঘনিষ্ঠ একটা সম্পর্ক- সবই কি মিথ্যে! অভিনয়! লেনদেনের ছলচাতুরি! নকি ড. ফারজানার সর্বস্ব পাবার পর তার মোহ্ শেষ হয়ে গেছে- দুপুরের তাতানো রোদ্দুর সরে নিস্তেজ বিকেল নেমে এসেছে!
ড. ফারজানার মাথায় কিছুই ঢোকে না। ভাবে, চাকরিটা দাপটের সাথে করার জন্য নিজের থেকেই তার সাথে এতো বেশি ঘনিষ্ঠ হয়েছি, তাকে আগ্রহী করে তুলতে নিজেকে সবসময় আকর্ষণীয় করে রেখেছি। তিনিও তো আমার মুগ্ধতায় অন্ধ হয়েছিলেন। কী এমন হলো যে সবকিছু হঠাৎ ঝড়ের মতো তছনছ হয়ে গেলো! ড. ফারজানা ভাবনায় কোন কূলকিনারা খুঁজে পায় না।