ফুলবানুর বাবা তোমছের মাঝির নৌকা আর ধলেশ্বরী নদী তখন তোমছের মাঝির রক্তে লাল ! কেউ জানলো না, কেউ শুনলো না, কেউ বুঝলো না সকলের প্রিয় তোমছের মাঝি বেঁচে নেই ! রাতের আকাশ, আকাশের শুকতারা , ধলেশ্বরী নদী দেখেছে তোমছের মাঝি দেশের জন্য জীবন দিয়েছে I সে রাজাকারদের নিকট নিজের জীবন ভিক্ষা চায়নি l বাংলাদেশের জন্য বুক উঁচিয়ে, নিজের জীবন দিয়ে শহীদ হলো সাহসী তোমছের মাঝি ! মৃত্যুর আগে তোমছের মাঝি অসীম সাহসে রাজাকারদেব বলেছে, "বাংলাদ্যাশ আমাগো দ্যাশ, এই দ্যাশ তগো নিতে দিমুনা..."