আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
আমাদের দেশের স্বাধীনতা উত্তরকালের গোড়ার দিকের ইতিহাস বড় ট্রাজেডিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যার পর থেকে স্বাধীনতার স্ব-পক্ষজন ও মুক্তিযোদ্ধাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তারা পদে পদে প্রতিনিয়ত সমাজের দাম্ভিক মানুষদের দ্বারা শোষণ-বঞ্চনার শিকার হতে থাকে। প্রায় সর্বপর্যায়ের মানুষ মুক্তিযুদ্ধের আদর্শ ভুলে তাদের মানবিক নীতি-আদর্শ বিসর্জন দিয়ে বসে। সমাজে হত্যা-গুম বেড়ে যায়। আইন-শৃঙ্খলার অবনতির জন্য ধীরে ধীরে গোটা দেশটা মগেরমুলুকে পরিণত হয়। রাজাকারদের মুক্তিযোদ্ধা হওয়ার হিড়িক পড়ে যায়। গ্রাম-গঞ্জে বিনা কারণে অত্যাচারের শিকার হয়ে হিন্দু শ্রেণি ও দুর্বল মুসলমানরা তাদের বাসস্থান, জমি-জায়গা নামমাত্র দামে বিক্রি করে দেশত্যাগ বা অন্যত্র চলে যেতে বাধ্য হয়। নারীর প্রতি পুঁজিপতিদের আগ্রাসন। এসব ক্রাইসিস থেকে আলো আঁধারি উপন্যাসটিতে দেশের সেরূপ প্রেক্ষাপট তুলে ধরতে লেখক সনাক্ত করেছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উমেদ আলীকে, তার পরিবারপরিজনকে, হীরণ দাস ও তার পরিবারপরিজনকে। তাদের সহায়সম্বল হারানোসহ নানান দুঃখ-কষ্টের ঘটনাবলীর অনুপঙ্খু উঠে এসেছে উপন্যাসটিতে। উঠে এসেছে, অপ্রকাশিত বীরাঙ্গনা গৃহবধুর পাগল হয়ে যাওয়ার গল্প। তার যুদ্ধশিশুর বড় হওয়া ও বিয়ে। রয়েছে প্রবল পরাক্রমে জয়-জহির-রীনার গভীর রোমান্টিকতা। সেই কঠিন সময়ে নীতি-আদর্শ ধরে রাখতে মুক্তিযোদ্ধা আসিব কামালের নিরন্তর সংগ্রাম। মুক্তিযোদ্ধা সন্তানের বেকারত্বের অভিশাপ। যুদ্ধশিশু রত্নার স্বামীর ঘরে ঘুরে দাঁড়াবার কাহিনি। উপন্যাসটি শেষ করা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার ভীতির মধ্য দিয়ে। তাদের কি একদিন সত্যি সত্যি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে? কিংবা ফাঁসির দড়িতে কি ঝুলতেই হবে? এরূপ দ্বিধা-সংশয়ও উপন্যাসটিতে নিশ্চিত করা হয়েছে অনেকভাবে।
আলো আঁধারি উপন্যাসটি প্রথম রের হয় ২০১২ খ্রি. সনে। উল্লেখ্য লেখক পূর্বের প্রকাশিত এই গ্রন্থটির একটি কপি আমার হাতে দিয়ে বললেন, সে সময়ে স্থানীয় এক প্রকাশন থেকে অনেক ভুলভ্রান্তির সমন্বয়ে বের হয়েছিল। তারপরও পাঠকমহলে অনেক সাড়া মেলে। এবং প্রকাশিত কপির প্রায়টাই শেষ হয়ে যায়। কাজেই পাঠকের কথা ভেবে ও সময়ের সাক্ষীসরূপ বইটি পুনঃপ্রকাশ করা প্রয়োজন।’ পরবর্তীতে কপিটি পড়ে লেখকের সাথে একমত হই এবং চমৎকার এই বইটি পুনঃপ্রকাশ করার সিদ্ধন্ত নিই। সুখপাঠ্য উপন্যাসটি সব পাঠকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
প্রকাশক