আপনাকে যদি প্রশ্ন করা হয়- জান্নাতের দাম বেশি, না আপনার দাম বেশি? অভিজ্ঞতা থেকে বলছি, শতকরা প্রায় ৯৯ জন লোক বলেন যে জান্নাতের দাম বেশি। তাদের পাল্টা প্রশ্ন করি-
-জান্নাত কে বানিয়েছেন?
-আল্লাহ।
-আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা কে?
-মানুষ।
-মানুষ যে সৃষ্টির সেরা এ ঘোষণা কার?
-আল্লাহ পাকের।
-তাহলে জান্নাত কীভাবে দামী হয়?
আসলে আমরা আমাদের পরিচয়ই ভুলে গেছি। এ পুস্তিকায় আমাদের পরিচয়কে পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে।
চিন্তাশীলদের জন্য এ পুস্তিকা হতে পারে আদর্শ জীবন গঠনের অণ্যতম অনুঘটক।