আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
লিজি রহমানকে নিউইয়র্ক শহরের বাঙালিরা মোটামুটি সকলেই চেনেন। ব্যক্তিগত পরিচয়
যদি না-ও থাকে – সব বাঙালিই তাঁর নামের সঙ্গে অন্তত পরিচিত। মৃদু ও মিষ্টভাষী,
সুন্দর উচ্চারণ ও স্বচ্ছন্দ বাকক্ষমতার অধিকারী লিজি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেন,
জড়তাহীন সাবলীল ভঙ্গিতে অনুষ্ঠান উপস্থাপনা করেন, সাবলীল ভাষায় নিজস্ব এক
মনকাড়া ভঙ্গিতে গল্প, ভ্রমণ কাহিনী ও কলাম লেখেন, দেশে-বিদেশের ইংরেজি ও বাংলা
কাগজে ছাপান সেসব লেখা। ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রন্থের-ও রচয়িতা হয়েছেন লিজি।
লিজি রহমান আজ নিজস্ব শোকদুঃখ ছাড়িয়ে এক বৃহত্তর ও মহত্তর কর্মপ্রেরণায় ঝাঁপিয়ে
পড়ে নিজের জন্যে একটা জায়গা করে নিয়েছেন। এই মহিয়সী নারী তার আন্তরিক
প্রচেষ্টা, কঠিন পরিশ্রম, অধ্যাবসায় এবং অসামান্য দৃঢ়তা দিয়ে সম্পন্ন করেছেন এক
অসাধারণ মানবিক ও মহৎ কর্ম। শুধু নিউ ইয়র্কের বাঙালি মহলে নয়, গোটা নিউইয়র্ক
শহরে তো বটেই, সমস্ত যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের
প্রায় সকলের কাছে তিনি আজ পরিচিত, আদরনীয় ও অনুসরণীয়। নিউইয়র্ক-এর প্রাক্তন
মেয়র ডিব্লাজিও তাঁর এক ভাষণে বলেছিলেন, “লিজি নিজের ব্যক্তিগত শোককে মানুষের
কল্যাণে কেমন করে উৎসর্গ করে অনন্য হয়ে গেলেন।“
আসিফের নামে এই বাইক লেনের উদ্বোধন লিজির ও বাংলাদেশের জন্যে আরেকটি
বিজয়।
একজন প্রথম প্রজন্মের ইমিগ্র্যান্ট মা এবং একজন প্রতিবাদী ও মানবকল্যাণকামী অধিকার
সচেতন নারী হিসেবে আমি লিজির নিজের হাতে লিখিত ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতি
সম্বলিত নিজস্ব যাত্রার আখ্যান, এই গ্রন্থের, সার্বিক সাফল্য কামনা করি।