কোরানে আত্মদর্শন আজিজুল হক চিশতি, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র আল কোরান, যা সর্বগুনসম্প। পবিত্র কোরান হলো মোকাম মাহমুদার জীবন্ত জীবনদর্শন। যা অদ্যাপি প্রজ্জ্বলিত দীপ্ত। এই কোরান ব্যতীত মানব সমাজ অন্ধকারে নিমজ্জিত।
নিজেকে জানার বা আত্মদর্শনের সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশিকা কোরান তাই বর্ণনা করার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।