ছাত্রবেলার প্রেম ভীষণ ভয়ংকর
জীবনে আগুনে দহনে পীড়নে সবই গড়বর ।।
আমি ভুল যে করেছি
তাই শিক্ষা নিয়েছি
সেই কথাগুলো তোমাদের কাছে বলতে এসেছি।।
তখন আমার বয়স ছিলো বারো
এক নম্বর রোল আমার, তার ছিলো সতেরো
মেধাবী ছিলাম আমি, সে ধনীর দুলারী
তার হাসিটাই ছিলো কলিজা ছেড়া তলোয়ার দু’ধারী
আমি পড়ে গেলাম ফাঁদে পড়াশোনা গোল্লায়
ওর প্রাইভেট কারে ঘুরি ফিরি এইভাবে দিন যায় ।।
একদিন ধরা পড়লাম বিত্তশালী ওর বাবার হাতে
পিটিয়ে ভীষণ খবর দিলেন আমার বাড়িতে
মধ্যবিত্ত আমার বাবা পেলেন খুবই কষ্ট
বন্ধ হলো পড়ালেখা জীবন হলো নষ্ট...