মেয়েটি মেধাবী। গর্ভে আসার পরেই মা শখ করে নাম রেখেছিলেন জয়ন্তী; জন্মের পর সবার এক প্রশ্ন, নামটি কেমন হলো? শুনতে শুনতে অস্থির,
- যেমনে ইচ্ছে হোক, তাতে আপনাদের কি! মনে মনে বলি।
আমার মেয়ে একদিন বিশ্বকে জয় করবে নিশ্চয়ই। শুধু নাম রাখা নিয়েই কতশত কথা যে শুনতে হয়েছে রানুকে, ওফ্। এ নামটি রাখায় মহাভারত যেন অশুদ্ধ হয়ে গেছে। যাক, দিন যায় মেঘের ভেলায় কখনো উজ্জ্বল সূর্যের আলোয়। অনেক যুদ্ধ, নানান রকমের ঝড়ও সামলাতে হয়েছে রানুকে এ মেয়েটিকে নিয়ে।