করোনা ভাইরাসের আক্রমণ বৈশ্বিকরূপ ধারণ করেছে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণে আক্রান্ত।
বাংলাদেশ সরকার দেশের সকল সরকারি, বেসরকারি অফিস, আদালত, স্কুল- কলেজ, মিল কারখানা, বিমান, স্থল ও নদী ও সমুদ্রবন্দরের কাজকর্ম জরুরি সার্ভিস ব্যতীত দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হলে হয়তো এই বন্ধ ঘোষণা আরো বর্ধিত করা হবে।
আলী আরমান সাহেব মাঝারী ধরনের কর্মকর্তা। খুব দায়িত্বপূর্ণ পদে বাংলাদেশ সচিবালয়ে চাকুরি করেন। তিনি ছুটি পান না বললেই চলে। গ্রামের বাড়ী উজান খালী জেলার ভাটি খালী গ্রামে। সরকার ঘোষিত এটা অন্য রকম ছুটি সকলকে বাসায় থাকতে হবে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।
২৪ ঘণ্টা পরে সকল প্রকার গণপরিবহন পরিবহন বন্ধ বন্ধ হয়ে যাবে। অফিস থেকে ফোনে আলী আরমান স্ত্রীকে বললেন খবর রাখো রাখো দেশে অফিস আদালত সবকিছু ছুটি ঘোষণা করেছে।
হ্যাঁ জানি। টেলিভিশনে শুনলাম। চলনা এ সুযোগে আমাদের গ্রামের বাড়ীতে এ ক'টা দিন কাটিয়ে আসি। তুমি বাসা বাড়ী গুছিয়ে নাও। আমি লঞ্চে কেবিনের ব্যবস্থা করছি।