মন ভালো নেই কামরুলের। তিন মাস হয়ে গেল, বাবার সাথে রাগ করে ইন্টার পরীক্ষার ফি জমা না দিয়েই পালিয়ে চলে এসেছে খুলনা শহরে। উঠেছে বিমাতৃজ বড় ভাইয়ের বাসায়। তিন মাস অনেক সময় তার কাছে। কারণ এর আগে সে কখনো নিজ বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকেনি। তিন মাস তো দূরের কথা।
পরীক্ষার ফি জমা না দেয়ার কারণে লেখাপড়ায় এক বছর পিছিয়ে পড়ার চিন্তায় কামরুল দিশেহারা। কিন্তু এখন কিছুই করার নেই। টাকা জমা দিয়ে ফরম পূরণ করার সময় শেষ হয়েছে কদিন আগেই। অগত্যা ঘরে বসে না থেকে বড় ভাই'র মুদি দোকনে বসা শুরু করেছে সে। সকাল বিকাল দু'বেলা দোকানে বসতে হয়। দোকান চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তা রপ্ত করতে বেশিদিন লাগে না তার।