আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
দুটো কথা
১৯৭০ সালে এ বই প্রথম বেরিয়েছিল। বের করেছিল তখনকার পয়লা সারির প্রকাশনা সংস্থা ‘খান ব্রাদার্স এ- কোং’। প্রকাশ পাওয়ামাত্র বইটি বেশ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল। কিন্তু দ্বিতীয় সংস্করণ বা মুদ্রণের মুখ দেখেনি সুদীর্ঘ চল্লিশটি বছর। ২০১৩ সালে একুশের বইমেলা উপলক্ষে বইটি দ্বিতীয়বার প্রকাশ করে ‘প্রথমা প্রকাশন’ আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে।
প্রথম সংস্করণে বইটি উৎসর্গ করা হয়েছিল ‘পৃথিবীর সব দেশের কিশোর-কিশোরী ভাই-বোনের হাতে’ বলে। কিন্তু ‘প্রথমা’র সংস্করণে আমার জীবনের প্রথম প্রকাশিত বইটি উৎসর্গ করেছিলাম আমার প্রয়াত জনক ও জননীকে। চিরকাল তা অব্যাহত থাকবে।
এই বই নতুন করে প্রকাশের ব্যাপারে অনেকের হার্দিক তাগাদা ছিল। তাদের মধ্যে কথাসাহিত্যিক আনিসুল হকের কথা না বললেই নয়। আমি জেনে অবাকই হয়েছি যে, তাঁর কিশোরকালে প্রিয় পাঠ্য বইগুলোর একটি ছিল ‘সমুদ্র অনেক বড়’। তাঁর কাছে আমি কৃতজ্ঞ।
বইটির তৃতীয় সংস্করণ বের করল ‘মহাকাল’। এই প্রকাশনী সংস্থার স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামানের কাছে আমি কৃতজ্ঞ। বই প্রকাশের ব্যাপারে তাঁর যতœশীলতা আমাকে মুগ্ধ করেছে। সে জন্য তাঁকে অনেক অনেক ধন্যবাদ।
এই সংস্করণে ‘হিংসুটে দুই শিল্পী’ গল্পের শেষের দিকে কিছুটা পরিবর্তন করে নতুনভাবে উপস্থাপন করা হলো। শিরোনামের পরিবর্তন করে করা হলো ‘জাদুর খেলা, নাকি সত্যি!’।
আখতার হুসেন
ঢাকা, জানুয়ারি ২০২২