যে মালা গাঁথতে কোনো সুতার দরকার হয় না সেটাই বিনি সুতার মালা।
এখানে দশটি গল্প দিয়ে একটি মালা গাঁথা আছে। গল্পগুলো একটার সঙ্গে অন্যটা জোড়া লাগানো। মাঝখানে ‘সুতা’ নেই।
জীবন থেকে গল্প এনে মালা গাঁথলে সুতার দরকার হয় না। মানুষের জীবন মানেই গল্প। এই গল্পে সুখ বলে কিছু নেই। সুখ থাকে মরীচিকার ভেতর।
মরীচিকা ছুঁয়ে দেখার সাধ্য কারো থাকে না। তাই মানুষেরও সুখ পাওয়া হয় না। তবে সুখ পেতে দুঃখের সাগরে হাবুডুবু খায় মানুষ। কখনো সুখ হারানোর শঙ্কায় দুঃখের মরু পাড়ি দেয়।
এভাবেই তৈরি হয় গল্পের রসদ।
গাঁথা হয় বিনি সুতার মালা।