“সহজ কুরআন শিক্ষা” বইটি লেখার উদ্দেশ্য, আমরা যেন সহজভাবে (আরবী) কুরআন পাঠ করতে পারি। কুরআন আমদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার বাণী, তাই কুরআন পাঠ করা আমদের জন্যে জরুরী। আল্লাহ তায়ালা বলেন, “এটি এমন কিতাব যাতে কোন সন্দেহ নেই এবং এটা মুত্তাকীদের জন্যে পথ প্রদর্শক” (সূরা বাকারা ২)। কিন্তু আমরা যদি এই কিতাব না পড়ি তাহলে আমরা আল্লাহ তায়ালা'র পক্ষ থেকে প্রদর্শিত ‘সেই পথ বঞ্চিত হয়ে যাবো! আমরা ভুল পথের উপর চলে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো! তাই আসুন আমরা সবাই কুরআন শিখি ও নিয়মিত তা পাঠ করি ও সে অনুযায়ী জীবন গঠন করি।