আমি মনে মনে ভাবি কোনো একদিন যদি অহনাকে নিয়ে আজানা এক ট্রেনে চড়ে দূরে কোথাও চলে যাই, কেমন হবে!
কী ভাবছিস? অহনা আমার পিঠ ছুঁয়ে বলে।
আমি অহনার হাত ধরি, চল, ফিরে যাই।
আমার হাতটা এভাবেই সারাজীবন ধরে থাকবি তো?
আমি ওর হাত আমার বুকে ছোঁয়াই। যা বুঝে নেবার ও বুঝে নেয়। নীল আকাশের বুকে কালো বিন্দুর মতো চিল উড়ে যায় দূরে, সাদা তুলোর মতো মেঘ ভেসে যায় অজানায়, সূর্যের বাঁকারশ্মি এসে ঝিলিক দিয়ে উঠে অহনার চোখের কোনে তারপর ছড়িয়ে পড়ে মাঠে ঘাটে প্রান্তÍরে। আমরা চোখে চোখ রাখি। তারপর আমরা ফিরে চলি হাতে রেখে হাত।