আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
একজন ছবর আলীর আত্মকাব্য। আত্মার কাব্য। ভাব ও বিন্যাস আত্মার খুব গভীরে স্পর্শ করে। তাই প্রতিটি কবিতাই চমকে দেয়। পাঠ শেষে মিলিয়ে নেওয়া যায়। ভাবনার বিস্তার। কবির কাব্যসংকেত সহায়ক হয়ে কাজ করে। ছবর আলী লেখকেরই অন্য নাম যে সহজসুন্দর ভালাে লাগা মন্দ লাগা সিদ্ধ শব্দের সুচারু রুপেই বিন্যাস করে। কোমল গােলাপের রাগী কাঁটার মতােই তাঁর বেদনা লিখে যায় পাতায় পাতায়। ব্যক্তিজীবন, পারিবারিকজীবন, সমাজজীবন, এমনকি যেভাবে পারলৌকিকজীবনের সুখ ও শান্তি লাভ করা যায় সেই পন্থাগুলাে বর্ণনা করে নিজের মতাে। স্নিগ্ধ গােলাপের তীক্ষ কাঁটায় রক্তাক্ত হওয়ার জন্য একজন ছবর আলীর আত্মকাব্য গােলাপের কাঁটা পাঠের আমন্ত্রণ রইল।