কিছু মানুষ আছেন যাঁরা নিভৃতে সোনার খনি সৃষ্টি করে যেতে থাকেন। এটি নির্লিপ্ত ধ্যানী একটি প্রক্রিয়া, কিন্তু এর ফসল রৌদ্রস্নাত উজ্জ্বল। নাহার তৃণার কাজ তেমনই অনলপ্রভা। পাঠককে নিবিষ্ট করার যে স্টাইলটি তাঁর স্বরচিত গল্পগুলোয় পাওয়া যায় সেটিকেই তিনি সযত্নে স্থানান্তরিত করেছেন অনুবাদে। খুঁজে নিয়েছেন পৃথিবীর প্রান্তর থেকে ভিন ভাষার কথাশিল্পীদের, আমাদের কাছে তাঁদের উপস্থিত করেছেন। সেই অপরিচিত সমাজের আশা আকাক্সক্ষাকে আমাদের কাছে পরিচিত করেছেন। বিশ্বের কঠিন সময়ে বিশ্বকে আপনার করার এটি একটি পথ। সেই পথে আমাদেরকে সাথী করে নেবার জন্য নাহার তৃণাকে ধন্যবাদ।
দীপেন ভট্টাচার্য
জ্যোতির্বিদ, কথাসাহিত্যিক
ক্যালিফোর্নিয়া, ফেব্রুয়ারি ৫, ২০২২