ফাস্ট ফ্ল্যাপ -
কবি তার কবিতায় মূলত নিজের গভীরতম অনুভূতির অনুবাদ করেন। তার এই অনুবাদ বাঙময় হয়ে ওঠে শব্দ, কথা, বাক্য ও বর্ণে।এ্যানি আক্তার কবি হিসেবে নবীন। কিন্তু তার অনুভব গভীর। তিনি সেইসব অনুভব কালো কালির আঁখরে পৌঁছে দিতে চেয়েছেন পাঠকের কাছে।
তিনি ব্যক্ত করেছেন হৃদয়ের আকুলতা-
'চন্দ্রিকার অধরে কবিতা দেখে তুমি জানতে চাইলে কবিতাটি কার?
.......
আমি ভাবি পাশাপাশি আমরা তবু যোজন যোজন দূর, মাঝে নির্লিপ্ত বেদনার পাহাড়'।'
কথাগুলো কথকের কথকতা থেকে মুহূর্তেই হয়ে যায় পৌষের রাত্রিতে ঝরে পড়া শিশিরের হাহাকার। তা টুপ করে ছুঁয়ে যায় বুক। না বলা অসুখ।
সেইসব না বলা অসুখের নিঃসঙ্গতায় এইসব অনুভব হয়ে উঠুক পাঠকের প্রিয়তম প্রিয়জন।