1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 81
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
আমি এক গ্রামীণ পরিবেশে বিচরণ করেই কিশোর পার করেছি। তখন ভেবেছি এই বুঝি দুনিয়া। কিশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করে যখন শহরমুখী হয়েছি আমার ভাবনা তখন পাল্টে গেছে। না, দুনিয়াটা আরো বড়। যখন বিদেশ ভ্রমণ করেছি তখন আমার মনে হয়েছে এখনো আমি কূপমণ্ডুকে রয়ে গেছি। দুনিয়াটা আরো অনেক বড় যা আমার মতো অনেকেরই ধারণা।
আমি হাঁটি হাঁটি পা পা করে শিশুর মতো যখন প্রথম ছাত্র জীবনে সাহিত্য জগতে প্রবেশ করি তখন ভেবেছি এই বুঝি সাহিত্যজগৎ; কয়েকটি নাটক, গল্প, কবিতা লিখেই স্বনামধন্য লেখক হয়ে গেছি। আসলে তা নয় সাহিত্যজগৎ বড় বিশাল। এর কোনো সীমা পরিসীমা নেই। যা এখন বুঝি। তবে সম্পূর্ণ নয়খানিকটা বুঝতে পারঙ্গম হয়েছি।
আমি নবম শ্রেণি থেকে নাটক, গল্প ইত্যাদি লেখায় হাত দিয়েছি। পরে কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে সাহিত্যজগতের বহু শাখায় লিখেছি আর বহু স্বনামধন্য লেখক, কবি ও সাহিত্যিকের লেখা হৃদয়ঙ্গম করেছি। এভাবে তাঁদের লেখা অনুসরণ করে সেরূপ লিখে অনেক বড় বড় লেখকের প্রশংসা কুড়িয়েছি।
সেই প্রসঙ্গে বলতে গেলে, এই বইয়ের গল্পগুচ্ছ আমার অভিজ্ঞতা ও মানস চোখে দেখা ঘটনা—দুর্ঘটনা, বাস্তবভিত্তিক কিছু সামাজিক ঘটনা নিয়ে লেখা। যা পাঠকবৃন্দকে আনন্দ দিতে সক্ষম হবে বলে আশা করি। আমি বিশ্বাস করি, আমার সাহিত্য জীবন, সাহিত্য, বিজ্ঞান, ¯্রষ্টার সৃষ্টিজগৎ সব মিলে হাজার প্রশ্নের রহস্য জালে জড়ানো আর সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করে এই রহস্য উদঘাটন করতে হবে। সেই রহস্যের সমাধান আমার লেখা গল্পগুচ্ছের মধ্যে লুক্কায়িত রয়েছে যা পাঠকবৃন্দ আমার গল্পগুচ্ছ পড়ে রহস্য উদঘাটন করবেন বলে অনুরোধ রইল।